সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ব্যবসায়ী রুবেল হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ব্যবসায়ী রুবেল বেলকুচি পৌর এলাকার চালা সাত মাথা মহল্লার লোকমান হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বেলকুচি থানার ওসি খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে বসে ছিল ওই ব্যবসায়ী। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে ।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।