ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তাঁত শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তাঁত শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁত শ্রমিক আছিয়া খাতুনের (৩৮) মৃত্যু হয়েছে।

রোববার (১৬ জুলাই) দুপুরের দিকে উপজেলার ধুকুরিয়া বেড়া দক্ষিণপাড়া গ্রামের আবদীন মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া উপজেলার দৌলতপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

বেলকুচি থানার ওসি খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, নিহত শ্রমিক ধুকুরিয়া বেড়া গ্রামের আবদীন মোল্লার বাড়িতে দীর্ঘদিন ধরে তাঁত কারখানার নলি তোলার মেশিনে কাজ করত। রোববার দুপুরে কাজ করার সময় মেশিনের বৈদ্যুতিক লাইনে সুইচ দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,বেলকুচি,বিদ্যুৎস্পৃষ্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত