নরসিংদীর শুক্কুরী হত্যা মামলার আসামী নারায়ণগঞ্জে গ্রেফতার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ২২:৩৮ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নরসিংদীর চর দিঘলদী এলাকার শুক্কুরী বেগমকে হত্যার ঘটনায় চার্জশীটভুক্ত আসামী ফসিউল্লাহকে শনিবার (১৫ জুলাই) রাতে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম। গ্রেফতারকৃত ফসিউল্লাহ (৫৯) নরসিংদীর চর দিঘলদী এলাকার নুরুল ইসলামের পুত্র।
রোববার (১৬ জুলাই) র্যাব-১১ এর মিডিয়া অফিসার ও সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০০৪ সালের ১৪ সেপ্টেম্বর জমি-জমা সংক্রান্ত বিরোধে নিজ ঘরে ঘুমন্ত থাকা অবস্থায় শুক্কুরী বেগমকে আসামীগণ তার বুকে ও পিঠে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা এলোপাতাড়ি গুরুত্বর জখম করে হত্যা শেষে পালিয়ে যায়। পরদিন নিহতের ভাই বাদী হয়ে ৫ (পাঁচ) জনের বিরুদ্ধে নরসিংদী জেলার সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার আসামী ফসিউল্লাহসহ আরো ৬ (ছয়) জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। অভিযোগপত্র দাখিলের পরে আদালত আসামী ফসিউল্লাহ এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করিলে সে কৌশলে আত্মগোপনে চলে যায়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নরসিংদী জেলার মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।