উখিয়ায় সহিংসতা বন্ধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১৬:০৭ | অনলাইন সংস্করণ

  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় 'সকল ধরণের সহিংসতা বন্ধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় রাজনীতিবিদদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুলাই)  বিকালে  উখিয়া প্রেস ক্লাবের হল রুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-পিএফজি'র উদ্যোগে "সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই" শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলা একাডেমীর আজীবন সদস্য ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্প্রীতির এই সভায় বক্তব্য রাখেন, পিএফজি উখিয়া উপজেলা কো-অর্ডিনেটর, সুজন (সুশাসনের জন্য নাগরিক) উখিয়া উপজেলা শাখার সভাপতি  নুর মোহাম্মদ সিকদার, বিএনপি নেতা দলিলুর রহমান শাহীন, উখিয়া প্রেসক্লাব সভাপতি এসএম আনোয়ার হোছাইন, সাবেক সেক্রেটারী ফারুক আহমেদ, এডভোকেট রবিন্দ্র দাশ রবি, সাংবাদিক পলাশ বড়ুয়া, সাংবাদিক আয়াজ রবি, ছৈয়দ হোছাইন চৌধুরী,  ইসলামি আন্দোলনের মাওলানা জাহাঙ্গীর রফিক। প্রোগ্রামটি পরিচালনা করেন হাঙ্গার প্রজেক্টের কক্সবাজার জেলা কো-অর্ডিনেটর আব্দু রব। 

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।