সাভারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১৭:৫৬ | অনলাইন সংস্করণ
সাভার প্রতিনিধি
সারাদেশের মতো শিল্প অধ্যুষিত ঢাকার সাভারেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। তাই ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ।
সোমবার দুপুরে সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি সচেতনামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় র্যালিতে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
পরে জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন লিফলেট বিতরণ ও ফগার মেশিন দিয়ে মশা নিধনের ওধুষ স্প্রে করা হয়।
প্রসঙ্গত, শিল্প অধ্যুষিত সাভার উপজেলা দিন দিন ঘনবসতিপূর্ণ হয়ে ওঠা ও বিভিন্ন স্থানে ময়লা পানি জমে থাকায় ডেঙ্গুর আশঙ্কার বেড়ে যাচ্ছে। গত কয়েকদিনে বিশ জনের বেশী রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।