ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা উপলক্ষে নদীতে নৌ-পুলিশের সচেতনতামূলক নৌ র‌্যালি

মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা উপলক্ষে নদীতে নৌ-পুলিশের সচেতনতামূলক নৌ র‌্যালি

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকায় (১ জুন) হতে (৩১ আগস্ট) পর্যন্ত ৩ মাস মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা উপলক্ষে সচেতনতামূলক নৌ-র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুরে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নৌ-থানায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, খুলনা রেঞ্জের নৌ-পুলিশের পুলিশ সুপার শরিফুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার আহসান হাবিব (পিপিএম), সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম,কে,এম ইকবাল হোসেন চৌধুরী, বিজিবি ১৭ ব্যাটলিয়নের সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদসহ স্থানীয় জেলেরা।

এ উপলক্ষে খোলপেটুয়া নদীতে স্প্রিড বোর্ড সহ ট্রলার নিয়ে সচেতনতামূলক নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, নৌ-পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আহসান হাবিব (পিপিএম)।

মৎস্য,আহরণ,নিষেধাজ্ঞা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত