সিরাজগঞ্জ পৌর এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দত্তবাড়ি ও হাজামপাড়া মহল্লাবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষের সময় দোকান-বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক ই্টপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের কমপেক্ষ ৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
রোববার গভীর রাতে ও সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই দুই মহল্লাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে কয়েক দিন ধরে ওই দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষকারীরা উভয় মহল্লার কয়েকটি দোকান ও বাড়িঘর ভাংচুর করে। এতে ২ নারীসহ ৩৫ জন আহত হয়। পুলিশ ঘটানাস্থলে গিয়ে বেদম লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়। পুলিশ সংঘর্ষ এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করেছে। আবারো সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।