ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীর উপহার পেল ১২০ শিক্ষার্থী

ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীর উপহার পেল ১২০ শিক্ষার্থী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থীর মধ্যে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) ট‍্যাব উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ট‍্যাব বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম‍্যান নুরুন্নবী চৌধুরী। এসময় উপস্হিত ছিলেন তিলাই উচচ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন,ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, বাউসমারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ,প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। এসময় শুভেচছা বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোস্তাফিজুর রহমান।

পরে উপজেলার ১৬ টি মাদরাসা এবং ৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীর মধ্যে( ট্যাবলেট) ট্যাব বিতরণ করা হয়।

ট্যাব পেয়ে হাসিনা বেগম খুশী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি ট্যাবটি লেখাপড়া ও জ্ঞান অর্জনের কাজে ব্যবহার করবেন বলে জানান।

প্রধানমন্ত্রী,উপহার,শিক্ষার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত