সিরাজগঞ্জ পৌরসভায় এনডিপির উদ্যোগে বাস্তবায়নাধীন ইআরসিসি প্রকল্পের সুবিধাভোগীদের আয় বৃদ্ধি মুলক কার্যক্রমের ১২৪০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পৌর মেয়রের চেষ্টায় অসহায় ও গরিব মানুষের মাঝে এ সহায়তা দেয়া হয়।
রোববার দুপুরে শইীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে করনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ দুঃস্থ অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে ৫ হাজার টাকা করে এ সহায়তা প্রদান করা হয়।
পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, এনডিপি’র পরিচালক আলাউদ্দিন খান, প্যানেল মেয়র-১ নুরুল ইসলাম, প্যানেল মেয়র-৩ শিখা খাতুন প্রমূখ। এ সময় পৌররসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম, নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, অনান্য কর্মকর্তা কর্মীচারীসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।