ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী পরিবেশে সন্তোষ প্রকাশ করে সিরাজগঞ্জ পৌরসভা মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। প্রেসক্লাব একটি বড় সংগঠন। প্রেসক্লাবের প্রেসিডেন্ট-সেক্রেটারি কে হবে তা নির্ধারণ করবে সাংবাদিকরা। আমি রাজনীতি করি, রাজনীতির সমস্যার বিষয়ে আমি হস্তক্ষেপ করবো। প্রেসক্লাবে কেন হস্তক্ষেপ করবো।
রোববার (১৬ জুলাই) রাতে সিরাজগঞ্জ প্রেসক্লাবে উৎসবমুখর নির্বাচনের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রেসক্লাবের অচলাবস্থা নিরসনে জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপে আমরা বৈঠক করেছিলাম। সেখানে যেসব সিদ্ধান্ত হয়েছে, সেভাবেই চলছে প্রেসক্লাব। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রেসক্লাব নিয়ে যারা মামলা করেছে সে বিষয়ে আমার উদ্যোগ নেব। হিংসা করে প্রেসক্লাবের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা বলবো। আপনারা শান্তিপূর্ণভাবে ইলেকশন শেষ করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি হেলাল উদ্দিন। এ সময় প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুস, আহবায়ক কমিটির সদস্য আব্দুল হামিদ খান হীরা, প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. রেজাউল বারি রন্টু, নির্বাচন কমিশনার লোকমান হোসেন ও লিয়াকত আলী খোকন, নির্বাচনী ট্রাইব্যুনাল সদস্য মো. শহীদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খান হাসানসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।