নাটোরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১৫:২৯ | অনলাইন সংস্করণ
নাটোর প্রতিনিধি
শেখ হাসিনার পদত্যাগ এবং তত্বাবধায়ক সরকারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৮ জুলাই) সকালে শহরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় আলাইপুর থেকে এএক পদযাত্রা বের হয়। পথযাত্রাটি নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এর আগে, বিভিন্ন উপজেলা পৌরসভা থেকে দলে দলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠ এলাকায় এসে জড়ো হয়।
এসময় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান শাহীন, শহর বিএনপির আহবায়ক ফয়সাল আলম আবুল বেপারী প্রমূখ।