গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১৫:৪৪ | অনলাইন সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওয়াহিদুল ইসলাম (৬০) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১ টার দিকে কাশিয়ানী  উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়া গ্রামের মৃত মহসিন উদ্দীন খানের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি খান মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের ওই কর্মকর্তা জানান, ওয়াহিদুল ইসলাম মোটর সাইকেল চালিয়ে ঢাকা থেকে লোহাগড়ার নোয়া গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন।

ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই কর্মকর্তা আরো জানান, নিহত ওই ব্যক্তির  মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।