ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ সিদ্দিক মোড় এলাকায় ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক আব্দুর রহিমের (২৫) মৃত্যু হয়েছে। সে একই এলাকার ভাসানী রোড মহল্লার ফরহাত হোসেনের ছেলে। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, সোমবার বিকেলে ওই এলাকার সিদ্দিক মোড় মহল্লার ছয়তলা ভবনে রঙের কাজ করছিল আব্দুর রহিম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ভবন থেকে পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাতে সে মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,ভবন,বিদ্যুৎ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত