ব্রীজ নির্মাণে দুর্ভোগ ঘুচলো এলাকাবাসীর
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১৯:১৮ | অনলাইন সংস্করণ
সাভার প্রতিনিধি
সাভারে একটি খালের উপর ব্রীজ নির্মাণ করে কয়েকটি গ্রামের প্রায় ১৫ বছরের দুর্ভোগ আর যাতায়াতের সমস্যা নিরসন করল সাভার পৌরসভা।
এলাকাবাসীকে সাথে নিয়ে ব্রীজটি উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে মানুষ চলাচলের জন্য ব্রীজটি খুলে দেওয়া হয়।
সাভার পৌর কর্তৃপক্ষ জানায়, সাভারের উলাইল ও বাড়ইগ্রামের মাঝে দিয়ে বয়ে যাওয়া কর্ণপাড়া খালের উপর ব্রীজ না থাকায় এলাকাবাসীসহ গার্মেন্টস শ্রমিকরা দীর্ঘ প্রায় ১৫ বছর যাবৎ বাসের সাঁকো দিয়ে পারাপার হত। দুর্ভোগের পাশাপাশি প্রায়ই ঘটে দুর্ঘটনা।
সাভার পৌরসভার উদ্যোগে খালটির উপর সম্প্রতি একটি ব্রীজ নির্মাণ করা হয়। পরে কয়েকটি গ্রামের মানুষজনকে নিয়ে সেই ব্রীজটি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। ব্রীজ উদ্ধোধনকালে প্রতিমন্ত্রীর সাথে সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল ছাত্তারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।