সিরাজগঞ্জ শহরের নিউ ঢাকা রোডের চামড়াপট্রি এলাকায় ট্রাকচাপায় সবজি ব্যবসায়ী শামসুল হকের (৪৩) মৃত্যু হয়েছে।
সে সিরাজগঞ্জ সদর উপজেলার জগৎগাতীঁ গ্রামের মৃত গোলজার হেসোনের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।
পুলিশ জানায়, উক্ত শামসুল হক মঙ্গলবার দুপুরে শহর এলাকায় সবজি বিক্রি করে বাড়ি ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।