কিশোরগঞ্জে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের উপর হামলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
বুধবার (১৯ জুলাই) সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই ফজলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু নাসের সুমন ও জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান পার্নেলসহ ১৯ জনের নাম রয়েছে। এছাড়াও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এ মামলায়।
তবে এই মামলায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে জেলা শহরের ঈসাখাঁ রোডে বিএনপির পদযাত্রায় পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে ১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশও পাল্টা রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করলে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।