ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হেরোইন রাখায় দায়ে এক নারীর যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন রাখায় দায়ে এক নারীর যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে নিলা ওরফে কনা (২৯) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে ১০ হাজার টাকা জরিমানা আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।

সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বড়বাগডাঙ্গা গিধনীপাড়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। ওই আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০১৮ সালের ৩ আগস্ট রাতে রাজশাহী-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় র‍্যাব-১২ সদস্যরা।

এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসে তল্লাশি চালিয়ে ১৪৮ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক মঙ্গলবার উল্লেখিত রায় ঘোষণা করেন।

সিরাজগঞ্জ,হেরোইন,যাবজ্জীবন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত