ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে স্কুলছাত্রী উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জে স্কুলছাত্রী উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির দায়ে যুবক হাফিজুল ইসলামকে (২৪) ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রমমাণ আদালত। সে ওই গ্রামের আলম সরকারের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় এ কারাদন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ওই উপজেলার কোনাবাড়ী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির এক ছাত্রী টিফিনের খাবার খেতে বাড়িতে যাওয়ার সময় বখাটে ওই যুবক তার ভাড়া বাড়ির জানালা দিয়ে খারাপ উদ্দেশ্যে ওই ছাত্রীকে ডাক দেয়।

পরে ওই স্কুলছাত্রী অন্য ভাড়াটিয়াকে বিষয়টি জানিয়ে চলে যায়। এদিকে স্কুল শেষে বাড়ি ফেরার পথে একই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রীকে অটো ভ্যানের ওপর শ্লীলতাহানি করে ওই যুবক। এ ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনকে খবর দেয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে তাকে উল্লেখিত কারাদন্ড দেন।

সিরাজগঞ্জ,যুবক,কারাদণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত