রংপুরে বিএসটিআই ৫৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১৯:৩১ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বুধবার বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে বিএসটিআই’র গুণগত মান সনদ গ্রহণ না করে ক্লে-ব্রিকস (ইট), চিপস ও বেকারী পণ্যের উৎপাদন ও বিক্রয়-বিতরণ অব্যাহত রাখার কারণে ৫২ টি ক্লে-ব্রিকস (ইট), ০১টি চিপস এর ফ্যাক্টরী ও ১টি বেকারী পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ ৫৪টি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর বিরুদ্ধে বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ নিয়মিত মামলা দায়ের করা হয়।

প্রসিকিউটর ছিলেন  রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম), ইশতিয়াক আহমেদ,  ফিল্ড অফিসার(সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান প্রমূখ ।