ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে প্রেসক্লাবের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জে প্রেসক্লাবের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী প্রেসক্লাবের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, অবিলম্বে প্রেসক্লাবের নির্বাচনের ব্যবস্থা করার দাবীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলের আগে প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সংগ্রামী নেতা হেলাল উদ্দিন, হারুন-অর-রশিদ খান হাসান, বাবু ইসলাম, এস, এম তফিজ উদ্দিন, শহিদুল ইসলাম ফিলিপস, ইসরাইল হোসেন বাবু, ফজল-এ-খোদা লিটন প্রমূখ। বক্তারা বলেন, একটি দুষ্টচক্র যারা প্রেসক্লাবের নির্বাচন বন্ধ করতে দুই দফায় মামলা দায়ের করেছে।

তারা সাংবাদিক নামের কলঙ্ক, তাদের ধিক্কার জানাই। ষড়যন্ত্রকারী ৩ অপ সাংবাদিকের চাকরিচ্যুতির দাবী জানান বক্তারা। আজকে সিরাজগঞ্জের সাংবাদিকরা এক হয়েছে এবং ওই ৩ সাংবাদিক আমাদের প্রেসক্লাবের নির্বাচনকে ভন্ডুল করার জন্য ২ বার মামলা দায়ের করেছে। তাদের কোনদিন প্রেসক্লাবে স্থান হবে না। ওই ৩ জনকে সাংবাদিক সমাজ থেকে অবাঞ্চিত ঘোষণা করেন বক্তারা।

এ সময় সাংবাদিক এস এম মাসুদ রানা, হীরক গুণ, মৌলভী নজরুল ইসলাম, আব্দুল হামিদ খান হীরা, বীর মুক্তিযোদ্ধা গাজী এস এইচ ফিরোজী, বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান, আব্দুল মজিদ সরকার, নুরুল ইসলাম রইসী, সেলিম রেজা, শফিক মোহাম্মদ রুমন, জহুরুল ইসলাম, আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান উজ্জল, আব্দুস সামাদ সায়েম, স্বপন চন্দ্র দাস, নজরুল ইসলাম, মোস্তাক আহমেদ নওশাদ, রফিকুল ইসলাম, জাকারিয়া হোসেন টুটুল, আহসান হাবীব মুন্না, রহমত আলী, রিফাত রহমান, রোমান আহম্মেদ, সুজিত সরকার, খালিদ হৃদয়, সায়েম উদ্দিন, এইচ এম আলমগীর কবির, বদরুল আলম দুলাল, সুজন সরকার, সুমন কবির, আলআমিন, সোহেল রানা, আশরাফুল ইসলাম, হুমায়ুন কবির সোহেল, রাব্বি হাসান হৃদয় প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনায়েম খান, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি টি এম কামাল, সহ-সভাপতি আব্দুস সোবহান, শফিকুল ইসলাম, কোরবান আলী এবং জহুরুল ইসলাম, আব্দুল মতিন, আলমগীর হোসেন ও রুবেল সরকারসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,প্রেসক্লাব,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত