চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ২০:৩২ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ বছরও দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩’ গ্রহণ করেছে। এ উপলক্ষে বাংলাদেশ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
গত ১৭ জুলাই বিভিন্ন ধরণের গাছ লাগানো হয়। এসময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, পরিবেশ সুরক্ষিত রাখতে সকলকে বেশি করে বৃক্ষরোপণ করা প্রয়জোন। বৃক্ষরোপণ পরিবেশে অক্সিজেনের ভান্ডার তৈরি করে। তাই প্রতিটি খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ, ঔষধি ও অন্যান্য গাছের চারা রোপণ করতে সকলকে আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, মেডিকেল অফিসার ডা. নুরুল হায়দার, ডা. নওশাদ খান, জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক সুজন বড়ুয়া, দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার ইমাম হোসাইন রাজু এবং চট্টগ্রামের সকল উপজেলারস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ।