কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাজেট: মেয়র মুজিব
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১৮:৩৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজার পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কলাতলীর একটি তারকামানের হোটেলের বলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেয়র মুজিবুর রহমান।
সভায় নগর পিতা বলেন, কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বিগত বাজেটগুলোর তুলনায় এবারের বাজেটে দারিদ্রতা দুরিকরণের পাশাপাশি পৌর নাগরিকদের জীবন মানোন্নয়নে পরিষদের সকলে আন্তরিকতার সঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করেন মেয়র মুজিব।
সভায় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সারোয়ার সালাম, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর এম এ মনজুর, কাউন্সিলর আক্তার কামাল, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর রাজ বিহারী দাশ, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর ওমর সিদ্দিক লালু, কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু, কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, কাউন্সিলর জাহেদা আক্তার, কাউন্সিলর নাসিমা আক্তার, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, পৌর নির্বাহী কর্মকর্তা রাসেল চৌধুরী, হিসাব রক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীন চৌধুরী ও প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: প্রাথমিকভাবে ৬শ' ৫৯ কোটি ১২ লক্ষ ৬৬ হাজার ১০৮ টাকা বাজেট ধরা হয়েছে। তবে বাজেট সভায় উপস্থিত পৌর পরিষদের আলোচনা এবং পরামর্শক্রমে ২০২৩-২৪ বাজেট সংযোজন বিয়োজন হতে পারে।