ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলো, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে এবাদুল হক (২৬) ও সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদনগর মহল্লার জালাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৮)।

ওসি (ডিবি) রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার ভোরে হাটিকুমরুল মাছের আড়ত এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলস বাসে তল্লাশি চালিয়ে ৬২ গ্রাম হেরোইনসহ এবাদুল হককে গ্রেফতার করা হয়। এরআগে বুধবার গভীরে রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ১০০ অ্যাম্পুল নেশাজাতীয় ইনজেকশনসহ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,মাদক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত