হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
তারা হলো, ঢাকার কেরানীগঞ্জ থানার আগানগর ইমাম বাড়ী রোডের হারুন ফকিরের ছেলে হেলাল উদ্দিন (২৩) ও কিশোরগঞ্জের নান্দইল উপজেলার তাড়াইল গ্রামের বাবুল হোসেনের ছেলে অলি উল্লাহ (২৫)। র্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় বৃহস্পতিবার বিকেলের দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৪৭৩ গ্রাম হেরোইন তাদেরকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার ৭’শ টাকা, একটি মাইক্রোবাস ও ৩ মোবাইল জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।