ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভয়ের সংস্কৃতি আমাদের জেকে ধরেছে: মেয়র আইভী

ভয়ের সংস্কৃতি আমাদের জেকে ধরেছে: মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা কথা বলতে ভুলে গেছি। ভয়ের সংস্কৃতি আমাদের জেকে ধরেছে। এই ভয় কাটিয়ে আমাদের সত্য বলতে হবে। সংস্কৃতি সবসময় সত্য বলার সাহস যোগায়।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন আনন্দধারার ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আনন্দধারার সভাপতি রফিউর রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শওকত আরা হোসেন ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়।

সৈয়দ আনোয়ার হোসেন বলেন, রাজনীতি ও সংস্কৃতির সম্মিলনই হচ্ছে আমাদের স্বাধীনতা। রাজনীতিকে পরিশিলিত করে সংস্কৃতি। এখন রাজনীতি সংস্কৃতি বিচ্ছিন্ন। আর তাই রাজনীতির সংকটও গভীর হয়েছে। এ থেকে উত্তরণের জন্য সংস্কৃতির জাগরণ দরকার, নয়তো এ বৈকল্য থেকে আমরা মুক্তি পাবো না।

দিনব্যাপী আয়োজনে সকালে চারটি বিভাগে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও লোকসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান হয়।

ভয়,সংস্কৃতি,সত্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত