ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গ্রামীণ ব্যাংক আশুলিয়ার ধামসোনা শাখায় গাছের চারা বিতরণ

গ্রামীণ ব্যাংক আশুলিয়ার ধামসোনা শাখায় গাছের চারা বিতরণ

বঙ্গবন্ধুর বৃক্ষপ্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গ্রামীণ ব্যাংক সারাদেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে শনিবার (২২ জুলাই) গ্রামীণ ব্যাংক ধামসোনা আশুলিয়া শাখা, সাভার এরিয়া, মানিকগঞ্জ যোনে ত্রৈমাসিক কেন্দ্রে প্রধান বৈঠক শেষে কেন্দ্র প্রধানগণদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বৃক্ষরোপণের বিশেষ দ্বিতীয় সপ্তাহের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক সাভার এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রৌফ মোল্লা, অত্র শাখার শাখা ব্যবস্থাপক মো. আজিজুল হক ও অন্যান্য সহকর্মীবৃন্দ।

কেন্দ্র প্রধানগণরা জানান, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা পেয়ে তারা খুশি। এতে তাদের গাছের চারা রোপণে আগ্রহ বাড়বে। বাড়িতে ভরে উঠবে ফলজ, বনজ ও ওষধি গাছে। অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

উল্লেখ্য যে, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের সাথে একাত্মতা ঘোষণা করে দেশব্যাপী ২০২৩ সালে দেশব্যাপী ২০ কোটি গাছের চারা লাগানোর কর্মসূচি গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক।

বৃক্ষরোপণ,কর্মসূচি,গ্রহণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত