ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দৌলতগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৫ দোকান পুড়ে ছাই 

দৌলতগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৫ দোকান পুড়ে ছাই 

লাকসাম দৌলতগঞ্জ বাজারের চৌদ্দগ্রাম রোডের লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মসজিদ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে স্যানিটারী দোকান মেসার্স সালেহা ট্রের্ডাসসহ প্রায় ২৫ টি দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সালেহা ট্রেডার্সের পিছনে তাদের মালামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন প্রত‍্যক্ষদর্শীরা। ওই গোডাউন থেকে মুহূর্তের মধ‍্যে পাশ্ববর্তী দোকান ও গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।

এতে ওই এলাকায় বসবাসকারীদের মধ‍্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

পরে কুমিল্লা, চৌদ্দগ্রাম ও ইপিজেড ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে জানা যায়নি। ব‍্যবসায়ীদের দাবী অগ্নিকাণ্ডে তাদের কমপক্ষে দশ কোটি টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য আশ্বাস প্রদান করেন।

এছাড়াও লাকসাম পৌর মেয়র অধ‍্যাপক মো. আবুল খায়ের, ইউএনও মাহফুজা মতিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত সাহা, সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীমসহ পৌরসভার সকল কাউন্সিলর ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করেন।

উল্লেখ‍্য, এর আগেও লাকসামে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। লাকসামে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছে ব‍্যবসায়ীরা।

ভয়াবহ,অগ্নিকাণ্ড,দোকান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত