সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুসুম্বী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের ইনচার্জ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার মধ্যেরাতে ওই গ্রামের কৃষক আবু হানিফের বসতঘরে আগুন লাগে। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসের দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কৃষকের বসতঘরে থাকা ধান, চাল, নগদ টাকা, স্বর্ণলংকার, আসবাবপত্র পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্থ পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।