নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি সাগর সিদ্দিকি ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জাহিদকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে এখনো ফতুল্লা মডেল থানা পুলিশ নিশ্চিত করে কিছু বলেনি। তবে থানার একাধিক সুত্র জানায়, তাদেরকে রাতে আটক করা হলেও থানায় নতুন কোন মামলা না থাকায় তাদেরকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুইয়া জানান, তাকে কোন কারণ ছাড়াই ঢাকায় বিএনপির তারুণ্যের সমাবেশের কারণে গ্রেপ্তার করেছে। সে আজ সেখানে অংশ নিতে যেত, যেন যেতে না পারে এবং অন্য নেতাকর্মীদের আতঙ্কে রাখতেই এই গ্রেপ্তার।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, ফতুল্লা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জাহিদকে ও জেলা ছাত্রদলের সহ সভাপতি সাগরকে তাদের বাড়ি থেকে আটক করে নিয়ে গেছে পুলিশ। ঢাকায় বিএনপির তারুণ্যের সমাবেশকে ঘিরে তাদের বিরুদ্ধে কোন মামলা না থাকলেও তাদের আটক করা হয়েছে। আমি দ্রুত তাদের মুক্তি দাবি করছি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম খান জানান, তাদের দুইজনকে রাতে আটক করা হয়েছে। তারা বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আছে।