ছয় দফা দাবি
সিরাজগঞ্জে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির মানববন্ধন
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৯:০৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
অ্যাম্বুলেন্সের জাতীয় নীতিমালা দেয়া সহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির উদ্যোগে বাজার স্টেশন গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি জুলমাত হোসেন।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুর রহিম মুসা, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মনি শেখ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সড়ক সম্পাদক করিম শেখ, কোষাদক্ষ ফারুক আহমেদ, প্রচার সম্পাদক অপু শেখ, সদস্য শরীফ আহমেদ, মুকুল হোসেন, শাহ আলম শেখ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, মানব সেবা উন্নয়নে বিভিন্ন রোগীদের দ্রুত চিকিৎসা সেবা সহায়তা ও জীবন বাঁচাতে অ্যাম্বুলেন্সে পরিবহনের মাধ্যমে মানুষের সেবা দিয়ে থাকি। এ অ্যাম্বুলেন্স পরিবহনে নানা সমস্যা দূরীকরণের লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ৬ দফা দাবি উপস্থাপন করা হয়।
দাবিগুলো হলো: সেবাখাতে অ্যাম্বুলেন্স প্রাইভেটকারের আয়কর বিআরটিএ কর্তৃক এআইটি নেয়া বন্ধ করতে হবে, অ্যাম্বুলেন্সের জাতীয় নীতিমালা দিতে হবে, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষিত অ্যাম্বুলেন্সের টোল ফ্রি বাস্তবায়ন করতে হবে, হাসপাতাল সমূহে অ্যাম্বুলেন্স পার্কিং সুবিধা দিতে হবে, অ্যাম্বুলেন্সে রোগী থাকা অবস্থায় দ্রুত গ্যাস দিতে হবে, সড়ক ও মহাসড়কে অ্যাম্বুলেন্স চলাচলে হয়রানী মুক্ত পথ চলতে দেয়াসহ আলাদা লেন করে দেয়ার জোর দাবি করেন।
এসব দাবি বাস্তবায়ন করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।