ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের র‌্যাব -১২ সদস্যরা পাবনার চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তুষারকে (৩৪) গ্রেফতার করেছে। সে পাবনা সদর উপজেলার পৈলানপুর গ্রামের মিজানুর রহমান মিজানের ছেলে।

রোববার দুপুরে র‍্যাব-১২’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক মো. মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দ্বন্ধের জেরে ২০০৮ সালে ২৮ মে গভীর রাতে পাবনার ওই গ্রামের যুবক রাহাত চৌধুরী ওরফে হীরাকে (২৪) ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ব্যাপারে ৯ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।

এ মামলার দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে ২০২১ সালের ১৬ ফ্রেরুয়ারি বিজ্ঞ বিচারক রায় ঘোষণা করেন। এ রায়ে ২ আসামির মৃত্যুদন্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়া হয়। এরআগে গত ৮ এপ্রিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি মিজানকে গ্রেফতার করা হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকার কামরাঙ্গীচর উপজেলার নবীনগর থেকে তুষারকে গ্রেফতার করা হয়েছে। এ সন্ত্রাসীর বিরুদ্ধে পাবনা ও নাটোর জেলায় একাধিক মামলা রয়েছে।

পাবনা,চাঞ্চল্যকর,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত