কক্সবাজারে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার পাবলিক লাইব্রেরী ময়দানে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাট্য র‌্যালি বের হয়।

"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এই প্রতিপাদ্যে জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরান ও কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে মিলিত হয়। র‌্যালিতে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার, রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা, মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
র‌্যালি শেষে শহীদ দৌলত ময়দানে আলোচনা সভায় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল প্রধান অতিথির বক্তব্য দেন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। শুরুতে স্বাগত বক্তব্য দেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহিদ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক প্রাণতোষ রায়, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান, জিএম মনিরুল ইসলাম, কক্সবাজার জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।