ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শ্বশুরবাড়িতে শিশুকে দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু

শ্বশুরবাড়িতে শিশুকে দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রুপপুর উড়িরচর মহল্লায় শশুরবাড়ি নবজাতক শিশুকে দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ফয়সালের (২৩) মৃত্যু হয়েছে। সে ট্ঙ্গাাইলের মধূপর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে ট্ঙ্গাাইলের মধূপর গ্রামের আনোয়ারের ছেলে ফয়সালের সাথে ওই মহল্লার মৃত মজনুর মেয়ে সুমির বিয়ে হয়। শনিবার সন্ধায় ওই শ্বশুর বাড়ি মহল্লায় জামাই ফয়সাল তার নবজাতক শিশুকে দেখতে আসে। এ সময় সে ঘরের চালের উপর থেকে বাদামী পাড়তে যায়।

এক পর্যাায়ে সে চালের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তাড়ে জড়িয়ে পড়ে। স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে এনায়েতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, এ ঘটনাটি এখনও কেউ অবহিত করেনি বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,বিদ্যুৎ,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত