ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পাবনায় খাজনা খারিজকৃত দখলীয় জমির বিএস মাঠপর্চা দিতে গড়িমসির অভিযোগ

পাবনায় খাজনা খারিজকৃত দখলীয় জমির বিএস মাঠপর্চা দিতে গড়িমসির অভিযোগ

পাবনা সদর উপজেলার শানিড়দিয়ার গ্রাম উদয়পুর মৌজার প্রজা মো. বিপ্লব বিশ্বাসের দখলীয় এবং খাজনা খারিজকৃত ভূমির বিএস রের্ডক’র মাঠপর্চা দিতে পরিমাপকারী মাঠকর্মীরা গড়িমসি করছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে।

গত ১৯ জুলাই পাবনা জেলা প্রশাসক বরাবর এক আবেদন সুত্রে জানা গেছে, উদয়পুর মৌজার এসএ খং নং ০২, এবং আরএস খং নং ২২ এর আরএস দাগ ভূলক্রমে জনৈক খুরশিদ আলমের নামে প্রকাশিত হয়। পরবর্তীতে মো. বিপ্লব বিশ্বাস ও তার ওয়ারিশগণ বাদী হয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

যার নং এলএসটি ১২৫৩/২০১৩। উক্ত মোক্কদমায় বিজ্ঞ আদালত খতিয়ান সংশোধন পূর্বক বিপ্লব গংদের পক্ষে রায় দেন। রায় মোতাবেক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব’র অনুমতি সাপেক্ষে স্থানীয় ভ‚মি অফিসে উক্ত জমি খারিজপূর্বক তিনি নিয়মিত খাজনা প্রদান করে আসছেন।

সম্প্রতি উক্ত মৌজায় বিএস রেকর্ডের জরিপ চলছে। কিন্তু উক্ত জমির মাঠপর্চা দিতে জরিপকারীরা তালবাহানা করে গড়িমসি করছেন বলে অভিযোগ করেছেন ভুমি মালিক বিপ্লব বিশ্বাস। এব্যাপারে ভূমি মালিক বিপ্লব বিশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট মাঠপর্চা স্থগিত রাখাসহ প্রকৃত কাগজপত্র যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

পাবনা,খাজনা,জমি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত