সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা উত্তরপাড়া মহল্লায় অভিযান চালিয়ে দেশীয় ৪টি অস্ত্রসহ যুবক হাবিবুল্লাকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই মহল্লার মৃত স্বপন মিয়ার ছেলে। শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে ওই মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিজ বাড়ি থেকে ২টি চাইনিজ কুড়াল ও ২টি হাসুয়া উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।