নারায়ণগঞ্জে ডাকাত দলের ছুরিকাঘাতে নাইটগার্ড নিহত
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ২০:৪০ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে সংঘবদ্ধ ডাকাত দলের ছুরিকাঘাতে নির্মাণাধিন ভবনের নাইটগার্ড মো. জয়নাল উদ্দিন (৬০) নিহত হয়েছেন।
শুক্রবার রাতে সোনাকান্দা কবরস্থান রোড এলাকায় নির্মাণাধিন তিন তলা ভবনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। রোববার ২৩ জুলাই দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান জয়নাল। নিহত মো. জয়নাল উদ্দিন সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত. জব্বার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোনাকান্দা কবরস্থান রোড এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্মকর্তা মো. রাসেল মিয়ার মালিকাধিন তিনতলা বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছে। ভবনের নির্মাণ সামগ্রী মালামালের জন্য রাতে নাইটগার্ড হিসাবে জয়নাল উদ্দিনকে(৬০) দায়িত্ব দেয়া হয়। দীর্ঘ ৩/৪ মাস ধরে নাইটগার্ডের ডিউটি করে আসছিলেন।
শুক্রবার রাত ২ টা থেকে ৩ টার মধ্যে সংঘবদ্ধ একটি দল ভবনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় নাইটগার্ড জয়নাল ডাকাতদের বাধা দিলে ডাকাতরা ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। ভোরে এক পথচারি নাইটগার্ডকে রক্তাক্তবস্থায় পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি দেখা দিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির দুইদিন পর রোববার দুপুরে চিকিৎসাধিন অবস্থায় মারা যান জয়নাল।
ভবন মালিক রাসেল মিয়া জানান, আমার বিল্ডিংয়ের নির্মাণ সামগ্রী পাহাড়ার জন্য জয়নাল কাকাকে দায়িত্ব দেয়া হয়। শুক্রবার রাতে কোনো এক সময়ে মালামাল নিতে সংঘবদ্ধ ডাকাত চোরের দল এখানে আসে। এসময় তাদের বাধা দেয়ায় তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, নাইটগার্ডের হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধিন। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।