ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

"নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন কমিটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ওই মতবিনিময় সভা করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় ২০২২-২৩ অর্থ বছরে যে সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে ৭দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন'র সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ, এস, এম সানোয়ার রাসেল'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মংস্য চাষী, জেলে, মৎস্য বিক্রেতা, মৎস্য খাদ্য বিক্রেতা, হ্যাচারি মালিক ও উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

ঈশ্বরগঞ্জ,মৎস্য,সপ্তাহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত