পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করার ক্ষেত্রে নানা চিত্র তুলে ধরে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানে আশ্বস্ত করেন নবাগত জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবনিযুক্ত জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহম্মেদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক অধ্যাপক শিবজিত নাগ, বর্তমান সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সভাপতি রুমি খন্দকার, আক্তারুজ্জামান আক্তার, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাজিউর রহমান রুমি প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকাসহ দেশের ১০জেলায় একযোগে জেলা প্রশাসক (ডিসি) রদবদল করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামানকে পাবনা জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। তিনি গত ২০ জুলাই পাবনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মু. আসাদুজ্জামান পাবনার সাবেক জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের স্থলাভিষিক্ত হলেন।