সিরাজগঞ্জে একটি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ২জনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাজনাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ের কাজ চলছিলো। ওইদিন সকালে ইউনিয়ন বিএনপির নেতা ইকবালের নেতৃত্বে ওই ৪ জনসহ আরো কয়েকজন বিদ্যালয় নির্মাণ কাজের ঠিকাদার হারুন অর রশিদের কাছে অর্ধলাখ টাকা চাঁদা দাবি করে। ঠিকাদার এ চাঁদা দিতে অস্বীকার করায় তারা ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ করে দেয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষকের ভাই শফিকুল ইসলামসহ স্থানীয় লোকজনের বাধার মুখে ইকবাল তার লোকজনসহ চলে যায় এবং শফিকুলকে হত্যার হুমকি দেয়। পরবর্তিতে একটি দর্জির দোকানে শফিকুলকে আক্রমণ করে ডেগার দিয়ে আঘাত করা হয় এবং একপর্যায়ে শফিকুল সরে যাওয়ায় ইকবালের বুকের ডান পাশে ডেগার লেগে সে ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে ভাই লাল বাবু বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে এবং তদন্তকারী কর্মকর্তা নিজেই বাদী আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।