৮ দফা দাবিতে পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পরিবহন সংকট সমস্যার সমাধান, হোস্টেল ও ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে। 

সোমবার (২৪ জুলাই) দুপুরে পাবনা মেডিকেল কলেজের সকল সেমিষ্টারের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শহরের আব্দুল হামিদ সড়কের পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ইফতেখার আহমেদ আকাশ, শাহনেওয়াজ শিশির, তাছির আহমেদ,  মেহেদী হাসান মিল্টন, সুরাইয়া শারমিন শান্তা, মেহেদী ইকমা উর্বশী প্রমুখ। 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য ভাড়া করা পরিবহন বাজেট সংকট দেখিয়ে বন্ধ রেখেছে কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে সকল শিক্ষার্থীদের। নিজেস্ব পরিবহন না থাকায় শিক্ষার্থীদের ক্লাস করতে মূল ক্যাম্পাস থেকে নিজেদের অর্থায়নে পাবনা জেনারেল হাসপাতালে যাতায়াত করতে হচ্ছে। সকল বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে বলার পরেও কতৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ না করে সময় ক্ষেপণ করছেন বলে জানান শিক্ষার্থীরা।