নেত্রকোণার পুলিশ সুপার (এসপি) মো. ফয়েজ আহম্মেদ বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, জুয়া, মাদক প্রভৃতির মতো কিশোর অপরাধের কারণেও সমাজে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে।
সকল শিশুই ভালো স্বভাব-চরিত্র নিয়ে জন্মায়। বড় হয়ে খারাপদের সংস্পর্শে এসে কেউ কেউ খারাপ হয়ে যায়। বিভিন্নভাবে প্রলুব্ধ হয়ে বিপথগামী হয়। জড়িয়ে পড়ে না-না অপরাধে। তখন তারা ফেরার আর কোন পথ পায় না। ওরা বয়সে কিশোর হলেও অপরাধের মাত্রা অনেক সময় হয় ভয়াবহ। পিতা-মাতা সন্তানের শ্রেষ্ঠ পাঠশালা।
আপনারাই পারেন অপরাধ জগৎ থেকে নিজেদের সন্তানদের দূরে রাখতে। আপনার সন্তান বড় হচ্ছে, বাইরে যাচ্ছে। কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে- খবর রাখুন। ভুল করলে কাউন্সিলিং করুন। এতে নিজেরা উপকৃত হবেন, সমাজেও শান্তি বজায় থাকবে। জেলা পরিষদের অডিটরিয়ামে সোমবার দুপুরের দিকে নেত্রকোণার বারহাট্টা থানা-পুলিশ আয়োজিত এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসপি ফয়েজ আহম্মেদ বলেন, জনসংখ্যার অনুপাতে পুলিশের সদস্যসংখ্যা খুবই কম। অপরাধেরও ধরণ পাল্টাচ্ছে। ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে এক শ্রেণীর লোক তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। এদের মোকাবেলায় পুলিশের সাথে জনসাধারনকেও কাজ করতে হবে। এতে শক্তির যে বলয় তৈরী হবে, তা ডিঙিয়ে কেউ অপরাধ করার সাহস পাবে না।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা সুধী সমাবেশে সভাপতিত্ব করেন। সিনিয়র সহকারী পরিদর্শক প্রশান্ত কুমার সাহার সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক, উপজেলা নির্বাহী অফিসার এস, এম. মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লুৎফুর রহমান চঞ্চল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ ও শাহিনুর আক্তার শায়লা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা সেন্টু, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আব্দুল কাদের, বারহাট্টা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এফ. বাবুল, প্রেমনগর-ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ টিটু, আসমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুর রহমান ছন্দু, বাংলাদেশ নারী প্রগতি সংঘের বারহাট্টা কেন্দ্র-ব্যবস্থাপক সরোজিত ভৌমিক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. ইমরান হাসান সাকিব প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ওসি খোকন কুমার সাহা।