হালুয়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১৮:২১ | অনলাইন সংস্করণ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
“নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই)সকালে উপজেলা মৎস্য অফিসের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপজেলা মৎস্য অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহব্বায়ক মো.জাবিদ আনোয়ার (রিপন) ,সাংবাদিক দেওয়ান নাঈম সহ উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক মৎস্য চাষী,হ্যাচারি মালিক,খাদ্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মৎস্য চাষীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস ছালাম,আয়শা,মো.শাহ আলম প্রমুখ। এ সময় বক্তরা বলেন,আমাদের প্রতিটি পুকুর, ডোবা পরিকল্পিত মাছ চাষের আওতায় এনে মাছের উৎপাদন বৃদ্ধিকরতে আমরা অঙ্গীকারবদ্ধ।