কালীগঞ্জে র্যাবের অভিযানে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক ২
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ২০:৪৪ | অনলাইন সংস্করণ
কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
কালীগঞ্জে র্যাবের বিশেষ অভিযানে ৪৪৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারি আটক হয়েছে।
রবিবার (২৩ জুলাই) বিকাল ৫ টার দিকে র্যাব-৬ এর সাতক্ষীরার একটি অভিযানিক দল গোপন সংবাদ এর ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় ধলবাড়িয়া গ্রামের জনৈক শোকর আলী সরদারের বাড়ীর সামনে থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রত্নেশ্বরপুর গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে শাহিনুর আলম (৩৬) ও কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামের জাহিদুর গাজীর ছেলে মাহিম গাজী (১৮) কে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।