সারাদেশের ন্যায় ভাঙ্গুড়ায় পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য অধিদফতরের আয়োজনে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি বনার্ঢ্য র্যালী বের করেন।
পরে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম হাফিজ রন্জু, সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আকতার রোজি,মৎস কর্মকর্তা মো. নাজমুল হুদা,মৎস সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী আজম,ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম, মৎস্য দফতরের কর্মকর্তাগন, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও র্যালীতে উপজেলার মৎস্য চাষীরা অংশ নেয়।