ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, “সন্তানদের বিপথ থেকে ফিরিয়ে আনতে সঙ্গ দোষ খুঁজে বের সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে। নৈতিকতার শিক্ষার প্রতি গুরুত্ব করতে হবে।
সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে রাষ্ট্র-সমাজের চেয়ে অভিভাবকদের দায়িত্ব বেশি। তাদের মোবাইলের চেয়ে বিনোদনের দিকে ঝুঁকে দিতে হবে। পাড়া-মহল্লায় আড্ডা বন্ধ করতে হবে। আগে আড্ডা দিলে মুরুব্বী দেখলে কিশোররা পালাতো। এখন মুরুব্বীরা দূরে সরে যায়। এজন্য একজন সন্তানকে পরিবার থেকে নৈতিক শিক্ষা প্রতি গুরুত্ব দিতে হবে। মুরুব্বীদের সম্মান দিতে হবে।
সোমবার রাতে পৌরসভার ১নং ওয়ার্ডে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি-ছিন্তাই রোধে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পুলিশ সুপার আরো বলেন সকল অপরাধের মূল সূত্র হচ্ছে মাদক। চুরি- ছিন্তাই, খুন, পারিবারিক অশান্তিও মাদকের কারণে। মাদকসেবীদের হিতাহিত জ্ঞান থাকেনা। এজন্য সবার উচিত মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। শুধু মাদক নয়, সবধরনের অপরাধ দমনে এলাকাভিত্তিক উদ্যোগ নিন। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় পাশে থাকবে।
ফেনী মডেল হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ১নং ওয়ার্ড কাউন্সিলর, আশ্রাফুল আলম গীটার। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম, সেন্ট্রাল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, পূর্ব উকিলপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি একেএম সামছুদ্দীণ চৌধুরী প্রমুখ।