সাঁথিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১৬:২৬ | অনলাইন সংস্করণ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
"নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় উদ্বোধন করা হলো জাতীয় মৎস্য সপ্তাহ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য খামারি ও এলাকাবাসীদের নিয়ে এক বর্ণাঢ্য সড়ক র্যালী বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এমপি।
র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা খাদেমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এমপি, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন , সেলিমা সুলতানা শিলা, উপজেলা আ’লীগ সভাপতি হাসান আলী খাঁন, সহসভাপতি রবিউল করিম হিরু, প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা ও তরুণ উদ্যোক্তা সাজিদ হাসান জিকো প্রমূখ। শেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মাঝে সম্মামনা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি।