সাভারে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১৭:০৮ | অনলাইন সংস্করণ

  সাভার প্রতিনিধি

সাভারে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। হত্যাকান্ডের পর থেকে এখন পলাতক রয়েছে নিহতের স্বামী অভিযুক্ত হানিফ মিয়া।

মঙ্গলবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশের ধারণা, ভোররাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুরের রাজারবাগ এলাকায় নিজ বাড়িতে ওই গৃহবধূ নুরজাহানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় স্বামী হানিফ মিয়া।

পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, পালাতক স্বামী হানিফ মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দয়ের হয়েছে।