ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুড়িগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

কুড়িগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে র‌্যালি, আলোচনা সভা ও কুড়িগ্রাম কালেক্টরেট পুকুরে ৪০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা মৎস কর্মকর্তা কালিপদ রায়ের সভাপতিত্বে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাম মো. মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী প্রমুখ।

সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে প্রান্তিক মৎস চাষী ও মৎসজীবীদের সাথে মতবিনিময়, মৎস সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামাণ্য চিত্র প্রদার্শন, মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ ও সেবা প্রদান, মৎস সংশ্লিষ্ট সুফলভোগীদের মাঝে রেনু-পোনা বিতরণ কর্মসূচি গ্রহন করা হয়েছে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ৪জন মৎসজীবীকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের আমান্ত্রত অতিথিবৃন্দ।

কুড়িগ্রাম,মৎস্য,সপ্তাহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত