কুড়িগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে র‌্যালি, আলোচনা সভা ও কুড়িগ্রাম কালেক্টরেট পুকুরে ৪০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। 

পরে কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা মৎস কর্মকর্তা কালিপদ রায়ের সভাপতিত্বে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাম মো. মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী প্রমুখ।

সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে প্রান্তিক মৎস চাষী ও মৎসজীবীদের সাথে মতবিনিময়, মৎস সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামাণ্য চিত্র প্রদার্শন, মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ ও সেবা প্রদান, মৎস সংশ্লিষ্ট সুফলভোগীদের মাঝে রেনু-পোনা বিতরণ কর্মসূচি গ্রহন করা হয়েছে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ৪জন মৎসজীবীকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের আমান্ত্রত অতিথিবৃন্দ।