রংপুর জেলা অপরাজিতা নেটওয়ার্ক কমিটি গঠন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১৮:১২ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

ডেমোক্রেসি ওয়াচের উদ্যেগে রংপুর জেলা পর্যায়ে অপরাজিতা নেটওয়ার্ক-এর কমিটি গঠন করা হয়েছে । 

গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা  হলরুমে জেলা পর্যায়ে অপরাজিতা নেটওয়ার্ক সদস্যদের আলোচনা সভার আয়োজন করা হয় । উপস্থিত  সদস্যের মতামতের ভিত্তিতে রংপুর জেলায় ২১ সদস্য বিশিষ্ট জেলা অপরাজিতা নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হয় সাবেক এমপি সাহিদা রহমান জোসনা, সহ-সভাপতি ক্ষ্যান্ত রানী রায়, সাধারণ সম্পাদক পারভিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা, কোষাধ্যক্ষ আন্জুমানারা বেগম রাখি, সাংগঠনিক সম্পাদক  সুলতানা আক্তার।এতে ১৫ জন সদস্য অন্তর ভূক্ত করা হয় ।
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন (ফেইজ-৩) প্রকল্প দীর্ঘ ৪ বছরের অধিক কাল ধরে ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্ক-এর মাধ্যমে মাঠ পর্যায়ে নারীর রাজনৈতিক অংশগ্রহণ দক্ষতা উন্নয়নে বিভিন্নভাবে সহায়ক এর ভূমিকা পালন করে আসছে। 

যার ধারাবাহিকতায় তৃণমূল নারীরা রাজনৈতিক ক্ষমতায়ন সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ হয়েছেন, পাশাপাশি নিজ কন্ঠস্বরকে জাগ্রত করতে সক্ষম হয়েছেন। তাঁরা সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল এবং বিভিন্ন নেটওয়ার্কের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে  স্থানীয় পর্যায়ে এলাকাবাসীর উন্নয়নে অবদান রেখে চলেছেন।